Skip to main content

Posts

Showing posts from 2023

His/Her

আমরা আজকের দিনে খাওয়া, ঘুম, sex, অফিস, বন্ধু, পার্টনার, সবাইকে বাদ দিয়ে একটা মোবাইল কে আঁকড়ে নিয়েছি। আজ যদি খেতে হয় বাড়িতে অনলাইন অর্ডার করি। একা একা যারা রেস্তোঁরা তে খেতে পারে তারা খুব স্ট্রং। কিন্তু আমার মনে হয় আমি এই যে আগলে বাঁচি সবাইকে বলি কাউকে না কাউকে নিয়ে যাই আমার ভালো লাগে। ওই কেঠো টেবিল, গ্লাস, কাপ প্লেট গুলো কথা বলে। একটু কষ্ট করে sex এর জন্য পার্টনার খুঁজি। সিলিকন ডলস, ভাইব্রেটর এর থেকে একটা মানুষ অনেক বেশি ভালোবাসা আর তৃপ্তি দিতে পারে। কথা বলার জন্য মানুষ খুঁজি। কেমন আছো জানা একটু দাঁড়িয়ে যাওয়া করো জন্য।  অনুভূতি গুলো কিন্তু ভোঁতা হয়ে যাচ্ছে। আমরা যা নিয়ে জন্মেছি যা নিজেকে তৈরি করছি সবটা দরকারি। হাতে হাত রাখা, কান্না, একটা সংসার এর আগলে রাখা, জোট বেঁধে গল্প। সব দরকারি। Amazon এর থেকে কলেজ স্ট্রিট এর হাঁটা অনেক ভালো। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি।   মোবাইল, সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গুলো মাধ্যম। একটা যন্ত্র বা অ্যাপ কখন ও ঝগড়া বা ভালোবাসার রিপ্লেসমেন্ট হতে পারে না।  আমি যখন ই ডিপ্রেসন বা কষ্টে থাকি এই সিনেমা টা সবসময় দেখি। তারপর ভাবি যে i am blessed